আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজী ইরাদত আলীর নেতৃত্বে গণহত্যা দিবসের শহীদদের স্মরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ ,২৫ মার্চ, ২০১৯ | আপডেট: ১০:৫২ অপরাহ্ণ ,২৬ মার্চ, ২০১৯
কাজী ইরাদত আলীর নেতৃত্বে গণহত্যা দিবসের শহীদদের স্মরণ

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ১৯৭১ সালের ২৫শে মার্চ, ভয়াল গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও পুস্পমাল্য অর্পন করে।

২৫ শে মার্চ-১৯ সোমবার সন্ধ্যায় শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সে কর্মসূচীতে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. গণেশ নারায়ন চৌধুরী, হোদায়েত আলী সোহরাব, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. উজির আলী সেখ, জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু সহ জেলা ও আওয়ামীলীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

২৫ মার্চের গণহত্যা, এটা ছিল মূলত বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক জঘন্যতম গণহত্যার সূচনামাত্র। শুধুই তাই নয়, সংঘটিত হয়ে গণহত্যার পাশাপাশি তারা জ্বালাতে শুরু করল ঘরবাড়ি, দোকানপাট লুট। আর ধ্বংস তাদের নেশায় পরিণত হলো যেন। রাস্তায় রাস্তায় পড়ে থাকা বাঙালির মৃতদেহগুলো কাক-শেয়ালের খাবারে পরিণত হলো।’

Comments

comments