আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বঙ্গবন্ধু’র ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ ,১৮ মার্চ, ২০১৯ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ণ ,১৯ মার্চ, ২০১৯
রাজবাড়ীতে বঙ্গবন্ধু’র ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি।। স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে রাজবাড়ীতে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বাদ জোহর কোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ১৭ মার্চ-১৯ রবিবার রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে- সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রাজবাড়ী শহরের শ্রীপুরে অবস্থিত দেশের একমাত্র এ্যাক্রোবেটিক প্রদর্শনী কেদ্রে শিশুদের জন্য এ এ্যাক্রোবেটিক শো অনুষ্ঠিত হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাদ জোহর রাজবাড়ী কোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

এ সময়, জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহাম্মদ আলী চৌধুরী সহ গণপূর্ত বিভাগ, রাজবাড়ী কালেক্টরেট ক্লাব, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনসাধারণ।

Comments

comments