আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ ,৭ মার্চ, ২০১৯ | আপডেট: ১০:২৪ অপরাহ্ণ ,৮ মার্চ, ২০১৯
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

উজ্জ্বল চক্রবর্ত্তী স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায়, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী এরাদত আলী, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, মহিলা যুব লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, এ্যাড. শফিকুল আজম মামুন, এ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ ।

আলোচনা অনুষ্ঠানের পূর্বে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাকরমীরা, এর পর আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী তার বক্তব্যে বলেন- ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের বাঙালী জাতীর বিজয় এনে দিয়েছে।

১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তৎকালীন তারা মেনে নেয়নি। তারা মেনে নেয়নি বাঙালী জাতীর অধিকার আদায়ের দাবী।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন পুরো জাতীকে একত্রিত করে অধিকার আদায়ের সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলেন ।

আর যখন দেশ ঐক্যবধ্য হলো ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী অপশক্তি বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধুকে ও তার স্ব-পরিবারকে হত্যা করে। অবৈধ ক্ষমতা দখল করে সৃষ্টি হয় বিএনপি ও জামায়াত ইসলাম ।

আজ শেখ হাসিনা দেশের হাল ধরেছে।বাংলাদেশ ও বাঙ্গালীদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী অনেক ত্যাগ স্বিকার করে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত রেখেছেন।

তিনি আরো বলেন আগামী ২৪ মার্চ উপজেলা নির্বাচন । যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আওয়ামী লীগকে ভালোবাসেন তারা কখনো বেঈমান হতে পারেনা।

আমরা যারা আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে ভালোবাসেন তারা অবশ্যই নৌকায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।

Comments

comments