আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৪ দফা দাবিতে প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের মানববন্ধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ ,৭ মার্চ, ২০১৯ | আপডেট: ১০:১৫ অপরাহ্ণ ,৭ মার্চ, ২০১৯
রাজবাড়ীতে ৪ দফা দাবিতে প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের মানববন্ধন

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ৪ দফা দাবিতে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।

৭ মার্চ-১৯ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুরের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর সামনে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) তে ডিপিয়েড প্রশিক্ষণরত সহকারী শিক্ষকরা এ মানববন্ধন করেন। পড়ে সড়কে তাদের দাবি দাওয়া তুলে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন ওই শিক্ষকরা।

এ সময় তারা- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের পরের ধাপ ১১তম গ্রেড বাস্তবায়ন, সহাকারী শিক্ষকদের পদ বাতিল, অফিস সহকারী পদ সৃষ্টি এবং অফিস টাইম সকাল ১০.টা থেকে ৩.টা পর্যন্ত কার্যক্রমের দাবি জানানো হয়।

উপস্থিত ছিলেন, রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল মন্ডল, কাউয়াখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল ইসলাম কল্লোল, আলহাজ্ব হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, খানখানাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নওরীন নাহার হীরাসহ একাধিক শিক্ষক মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহন করেন।

Comments

comments