আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলায় চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:৪০ অপরাহ্ণ ,২৮ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ী জেলায় চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

স্টাফ রিপোর্টার।। আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলায় মোট ১২ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৮ জন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী চার উপজেলায় ৪ জন।এ ছাড়াও, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি ।

২৬ শে ফেব্রুয়ারি-১৯ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা রিটার্নিং অফিসার এডিসি (সার্বিক) আশেক হাসানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।এ সময় রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির আলীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একই পদে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়াব আলী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস।

একই দিন, রাজবাড়ী সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন (মলি)। এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী সদর উপজেলা রিটার্নিং অফিসার আশেক হাসান জনতার মেইল.কম কে জানান, আগামি ২৪ শে মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে প্রয়োনীয় ব্যাবস্থা গ্রহন করেছি। অবাধ সূষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করণীয় সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ভোটার গণ যেন কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে পরিবেশ বজায় রাখার জন্য সকল ব্যাবস্থা থাকবে।

Comments

comments