আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ ,২১ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:১১ অপরাহ্ণ ,২১ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার।। বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন উপলক্ষ্যে অমর একুশে ফেব্রুয়রির প্রথম প্রথম প্রহরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

এ সময়, পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন- সিভিল সার্জন রহিম বক্স, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, এনডিসি তৌহিদুল ইসলাম সহ জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।

২১শে ফেব্রুয়রি- বৃহস্পতিবার রাত ১২.টা ১টি মিনিটে প্রথমে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন।

Comments

comments