আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাবে’ শিক্ষার্থী ভর্তি শুরু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ ,১৭ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৩:২৫ অপরাহ্ণ ,১৮ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ী জেলার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাবে’ শিক্ষার্থী ভর্তি শুরু

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্দেশ্য হলো- তথ্যপ্রযুক্তি শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ পরিচালনা ও ল্যাবগুলোকে আইটি হাব হিসেবে গড়ে তোলা।সবসময় ডিজিটাল ল্যাব ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে।প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক নিজেরা প্রশিক্ষণ নিবেন এবং শিক্ষার্থীদেরও প্রশিক্ষণ দিবেন ।

শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরিকে বাস্তবতা দানে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ইয়াং বাংলা।

রাজবাড়ী জেলায় স্থাপন করা হয়েছে ২৫টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব।তার মধ্যে ল্যাপটপ রয়েছে ১৭টি ল্যাবে, এবং ৮টি তে এখনো ল্যাপটপ আসেনাই।৬/৭টিতে বডব্রান্ড সংযোগ নাই।এমন অবস্থাতেই রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগীতায় প্রশিক্ষণ কার্যক্রমের জন্য শিক্ষার্থী ভর্তি রেজিষ্ট্রেশন শুরু করেছে ইয়াং বাংলা’র জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিমের নেতৃত্বাধীন একটি টিম।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা এসব কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব।গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব’ স্থাপন প্রকল্পের আওতায় ল্যাবগুলোতে পর্যাপ্ত ১৭ ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট মডেম, মাল্টিমিডিয়া প্রজেক্টর, উচ্চগতির ইন্টারনেটসহ বিভিন্ন প্রযুক্তি ডিভাইস দেয়া হয়েছে।শেখ রাসেল ডিজিটাল ল্যাব বাংলাদেশেরে সম্পদ।

অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) সরকারের আইসিটি বিভাগকে সঙ্গে নিয়ে ২০০১টি শেখ রাসেল ডিজিটাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ল্যাব কার্যক্রম চালাচ্ছে। সিআরআই-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা’র মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Comments

comments