আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা কারাগারের এক হাজতি কারাবন্দীর মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ ,১২ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:১০ অপরাহ্ণ ,১৪ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ী জেলা কারাগারের এক হাজতি কারাবন্দীর মৃত্যু

স্টাফ রিপোর্টার।। স্ত্রী হত্যা মামলার আসামী মিলন এলাইস ওরফে ম্যানা মোল্লা (২৪) নামে এক কারাবন্দী’র মৃত্যু হয়েছে।১২ই ফেব্রুয়ারি-১৯ মঙ্গলবার রাজবাড়ী জেলা কারাগারে গলায় রশি দিয়ে  আত্বহত্যার চেষ্ঠাকালে উদ্ধারের পর তার মৃত্যু হয়।

সে রাজবাড়ী গোয়ালন্দ চর দৌলতদিয়া মৃত বারেক মোল্লার ছেলে। স্ত্রী হত্যার দায়ে ২১ শে ডিসেম্বর -১৭ সালে আদালত জেলা হাজতে প্রেরন করে। তার মামলা বিচারাধীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ ।

রাজবাড়ী কারাগার সুপার আনোয়ারুল করিম জানান, প্রতিদিনের মত সেদিন সন্ধ্যায় লক আপের ঠিক পূর্ব মুহূর্তে আনুমানিক সময় ৬:৪৫ মিঃ সময়ের দিকে বন্দী মিলন নিজের অসুস্থ্যতার কথা বলে তার থাকা শাপলা ভবন থেকে কারা মেডিক্যালে ওষধ আনতে যাওয়ার কথা বলে কারা মেডিক্যালে এর ২য় তলায় গিয়ে ২ হাত লম্বা রশি দিয়ে গলায় পেচিয়ে আত্বহত্যা করার চেষ্ঠা করে। এ সময় কারা রক্ষী দেখে ফেলে, পরে তাকে নিচে নিয়ে আসে কারা মেডিক্যালে’র ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে সদর হাস্পাতালে প্রেরন করে ।রাজবাড়ী সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করে।

রাজবাড়ী সদর হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার মোঃ তুহিন জানান- হাসাপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিতস্যা দেয়া হয়ে, আনুমানিক ৭.টা ২০মিঃ এর দিকে সে মারা যায়। তবে কেন বন্দী মিলন আত্বহত্যা করতে চেয়েছিলো তার কোন কারন জানা যায়নি। স্ত্রী হত্যার দায়ে জেল হাজতে মিলন ১বছর ২ মাস সবার সাথে হাসি খুশিই ছিলো বলে জানান জেল সুপার।পরে নিহত মিলনের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান ।

Comments

comments