আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলের সকল অনুষ্ঠানে উপস্থাপনা করবে শিক্ষার্থীরা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ ,৬ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৩:১১ অপরাহ্ণ ,৭ ফেব্রুয়ারি, ২০১৯
স্কুলের সকল অনুষ্ঠানে উপস্থাপনা করবে শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি।। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করবে শিক্ষার্থীরা। এ উদ্যোগ নিয়েছে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকারী সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।এর পাশাপাশি প্রতি ৩ তিন মাস অন্তর অন্তর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ক্যাপ্টেন পরিবর্তন করতে হবে কর্তৃপক্ষকে। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান ৬ ফেব্রুয়ারী-১৯ বুধবার বিকালে এ কথা জানান। মাউশি’র এই পরিচালক বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ বিষয়ে পরিপত্র জারি করবে।’

অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়নে পরিপত্র জারির পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সব অনুষ্ঠান শিক্ষার্থীরাই উপস্থাপনা করবে। নেতৃত্ব তৈরি, তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অধ্যাপক মান্নান জানান, প্রতি তিন মাস পর পর নতুন শিক্ষার্থীকে ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন অভিযানে শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে। তারা পরিকল্পনা তৈরি করবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে। শিক্ষকরা তাদের পরামর্শ ও নির্দেশনা দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসডিজি-৪ বাস্তবায়নে শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়কে কিছুদিন আগে একটি প্রস্তাব দেয় মাউশি। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি এ প্রস্তাব অনুমোদন করে। তারপর মাউশি এ সিদ্ধান্ত নেয়।

Comments

comments