আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ ,৫ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:২২ অপরাহ্ণ ,৫ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ীতে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস

উজ্জল চক্রবর্ত্তী।। রাজবাড়ীতে জাতীয় গ্রন্থ্যাগার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারী-১৯ মঙ্গলবার সকাল ১০.টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সরকারী গ্রন্থাগারের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে শহরে একটি র‌্যালী বের হয়ে শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্রকানন চত্বরে এসে হয়।

এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ শওকত আলী।

পড়ে দিবসটির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সরকারী গ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোঃ শহিদুল আলম, লাইব্রেরী সহকারী আসাদুজ্জামান, রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক আব্দুল সালাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস প্রমূখ। এ সময় অতিথি শিক্ষার্থী ও শিক্ষানুরাগী সবাইকে গ্রন্থ্যাগারে গিয়ে বই পড়ার আহ্বান জানান।

Comments

comments