আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বরাটে কম্বল বিতরণ করলেন-এমপি কাজী কেরামত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ ,২৮ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ২:৩৬ অপরাহ্ণ ,২৯ জানুয়ারি, ২০১৯
রাজবাড়ীর বরাটে কম্বল বিতরণ করলেন-এমপি কাজী কেরামত

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।।  রাজবাড়ীর সদর উপজেলার বরাটে ২৩০জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

একটি স্বেচ্ছাসেবী সংগঠন বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার চৌধুরী আব্দুল হামিদ একাডেমী প্রাঙ্গনে বিভিন্ন ক্যাটাগরিতে স্থানীয় গুণী ব্যাক্তিদের সংবর্ধনা প্রদান করা হয় ও কম্বল বিতরণ হয়।

সংবর্ধিত গুণিজনগণ হলেন, সমাজ সেবায় খন্দকার অলিউর রহমান, হেরেম্ব কুমার বসু, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরমুক্তিযোদ্ধা কারী মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা আ.কা ফজলুল হক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বিশ্বাস, খগেন্দ্র নাথ বিশ্বাস, হাসান ইমাম চৌধুরী, সরকারী কাজে বিশেষ অবদান রাখার জন্য ড. এসএম জলিল, সংগীতে চৌধুরী নিজামুল হক, কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মো. সামসুদ্দিন মোল্লা।

বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অধ্যাপক সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।

স্থানীয় গুণীজনদের সংবর্ধনা প্রদান শেষে এলাকার ২৩০জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Comments

comments