আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অসচ্ছ বিএনপি থেকে রাজবাড়ী জেলা যুবদলের সভাপতি সুজনের পদত্যাগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ ,২৮ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ২:২৬ অপরাহ্ণ ,২৯ জানুয়ারি, ২০১৯
অসচ্ছ বিএনপি থেকে রাজবাড়ী জেলা যুবদলের সভাপতি সুজনের পদত্যাগ

স্টাফ রিপোর্টার।। রাজনীতির মূল উদ্দেশ্যই হলো জনগনের পাশে থাকা, জনগনের সেবা করা। কিন্তু, বিনএপি’র নেতারা সেবার নামে ব্যবসা করে, তাদের রাজনীতি অসচ্ছ, অসচ্ছ রাজনীতি করতে আমার আর ভাল লাগে না। এই অসচ্ছ রাজনীতি থেকে আমি অব্যহতি নিলাম। এবং দির্ঘ্য ২৯ বছরের বিএনপি’র রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

২৮শে জানুয়ারি-১৯ সোমবার বেলা সারে ১১.টায় রাজবাড়ী পৌর নিউ মার্কেটে তার নিজস্ব রাজনৈতিক / ব্যবসায়িক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন রাজবাড়ী জেলা যুবদলের সভাপতি ও মেসার্স সূজন এন্টারপ্রাইজ এর মালিক আবুল হাসেম সুজন।

তার ২৯ বছর বিএনপি’র রাজনীতি থেকে আজ তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি তার এ পদত্যাগের কথা জানান।

আবুল হাসেম সুজন ১৯৯৭ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজে রুকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত মিঠু-সুজন-সোহাগ পরিষদে জিএস পদে নির্বাচনের মাধ্যমে রজানীতি জীবন শুরু করেন।

২০০৪ সালে তিনি, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি’র সক্রিয় সদস্য হিসেবে ১/১১ এর সময় মূল স্রোতধারার সঙ্গেই দায়িত্ব পালন করেন।

২০১২ সাল থেকে তিনি টানা ২ মেয়াদে (বার) জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করে আসছেন।

আজ ২৮ শে জানুয়ারী-১৯ সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি তার বিএনপি রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষনা দিলেন।

আবুল হাসেম সুজন বলেন- রাজনীতির মূল উদ্দেশ্যই হলো জনগনের পাশে থাকা, জনগনের সেবা করা। কিন্তু, বিনএপি’র নেতারা সেবার নামে ব্যবসা করে, তাদের রাজনীতি অসচ্ছ, অসচ্ছ রাজনীতি করতে আমার আর ভাল লাগে না। এই অসচ্ছ রাজনীতি থেকে আমি অব্যহতি নিলাম। কোন দলের ছায়ায় না থেকেও জনগনের সেবা করা যায়।

তিনি আরো বলেন, কারো কোন প্ররোচনায় নয়, সুস্থ মস্তিস্কে, সুস্থ শরীরে জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের সভাপতি পদ হইতে আমি পদত্যাগ করিলাম।

এ সংবাদ সম্মেলনে রাজবাড়ী’র প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্তত ২০/২৫ জন সাংবাদিক ও ডিএসবি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

comments