আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ ,২৭ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:০৪ অপরাহ্ণ ,২৮ জানুয়ারি, ২০১৯
পিরোজপুরকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

শামিম-পিরোজপুর সংবাদদাতা।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাড. শ.ম রেজাউল করিম বলেছেন- অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবীত হয়ে সকলের সহযোগিতায় পিরোজপুর জেলাকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবেনা মাদক-সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজী ও হানাহানি।

২৭ শে জানুয়ারি-১৯ শনিবার রাতে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে পিরোজপুর জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে শুভেচ্ছ বিনিময় করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এ সময় আরও বলেন, প্রেসক্লাবের সাথে আমার আত্মান সম্পর্ক, প্রেসক্লাব আমার নিজস্ব ঘর আর সাংবাদিক বন্ধুরা হচ্ছে আমার সবচেয়ে আপনজন। সংবাদ কর্মীদের যে কোন সুখ-দুঃখে তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি।

সংবাদ কর্মীদের উদ্যেশে মন্ত্রী এ সময় বলেন, দেশের উন্নয়নে সংবাদিকদের ভূমিকা অনেক গুরুত্ব বহন করে।নেতিবাচক সংবাদ পরিহার করে গঠন মূলক সংবাদ পরিবেশন করুন।এ সমাজ আপনার আমার সকলের।

প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ্য করে তিনি বলেন, পিরোজপুর থেকে ইভটিজিং, মাদক ও সন্ত্রাস নির্মূল করে একটি সুন্দর পিরোজপুর গড়তে সকল সাংবাদিকদের এক সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সভায় প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু’র সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক এসএম পারভেজ, সাবেক সহ-সভাপতি শিরিনা আফরোজ, সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান।

এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও পিরোজপুর প্রেসক্লাবে আজীবন সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট শ.ম রেজাউল করিমের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রেসক্লাব সহ-সভাপতি শেখ জাকির আহমেদ, শফিকুল ইসলাম মিলন। এ সময় অনুষ্ঠানে এ্যাড. শ. ম. রেজাউল করিমকে প্রেসক্লাব থেকে সন্মাননা ক্রেষ্ট উপহার দেয়া হয়।

Comments

comments