আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে ‘পুলিশ সেবা সপ্তাহ’-১৯ পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ ,২৭ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১১:০৫ অপরাহ্ণ ,২৭ জানুয়ারি, ২০১৯
পিরোজপুরে ‘পুলিশ সেবা সপ্তাহ’-১৯ পালিত

শামীম-পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুরে বর্নাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।

২৭ জানুয়ারি-১৯ রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে পুলিশ সেবা সপ্তাহ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। পরে শহরের জেলা পুলিশের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে স্বাধীণতা মে এসে পথসভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর সদর কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন।

বক্তারা এ সময় বলেন, একটা সময় মানুষ পুলিশের কাছে যেত না, কারন অনেক সময় সহযোগীতা পেত আবার কখনো পেতনা।বর্তমান পুলিশের কাছ থেকে জনগণ সহজেই পুলিশের সেবা পেয়ে থাকে। যার কারনে পুলিশ এখন জনগনের বন্ধু।যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় শুধুমাত্র তাদের বিরুদ্ধে পুলিশ সোচ্চার আছে।

Comments

comments