আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সিআরআই এর শাহ আলী ফরহাদ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ ,২৬ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৩:২৭ অপরাহ্ণ ,২৭ জানুয়ারি, ২০১৯
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সিআরআই এর শাহ আলী ফরহাদ

স্টাফ রিপোর্টার।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।

ফেরদৌস আহমেদ খান সচিব এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উপসচিব পদ মর্যাদা পাবেন।

২৩শে জানুয়ারি-১৯ বুধবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা দু’টি পৃথক প্রজ্ঞাপন থেকে জানা গেছে। উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।

ব্যারিস্টার শাহ আলী ফরহাদ- গবেষণা সংস্থা সিআরআইয়ের সিনিয়র এনালিস্ট।প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ সচিব মর্যাদায় ফরহাদকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধামন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে এই পদে থাকবেন তিনি।

এই নিয়োগের খবর জানিয়ে ফরহাদ এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলাম আজ। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাকে এই সম্মানজনক দায়িত্ব দেয়ার জন্য।

“দায়িত্বটি বড়। সততা ও পরিশ্রমের মাধ্যমে নেত্রীর এই আস্থার প্রতিদান দিতে সবার দোয়া ও সহায়তা কামনা করছি।”

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য ফরহাদ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি নেন। পরে ইউনিভার্সিটি অব হংকং থেকে আইনে স্নাতকোত্তর করেন তিনি।

২০১২ সালে বারিস্টার অ্যাট ল’ ডিগ্রি নেন ফরহাদ, বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। ২০১৪ সালের এপ্রিল থেকে সিআরআইয়ের সঙ্গে থাকা ফরহাদ গত নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়নের উপ-কমিটির সদস্য ছিলেন।

Comments

comments