আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জমি পেলে রাজবাড়ী জেলায়ও শেখ রাসেল স্টেডিয়াম হবে: কাজী কেরামত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ ,২১ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০১৯
জমি পেলে রাজবাড়ী জেলায়ও শেখ রাসেল স্টেডিয়াম হবে: কাজী কেরামত

স্টাফ রিপোর্টার।। মহান বিজয় দিবস T-16 ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮-’১৯ এর অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

পুরষ্কার বিতরনীর আগে উপজেলা স্বজন সমাবেশের আহ্বায়ক নির্মল কুমার চক্রবর্তীর সভাপতিত্ব প্রধান অতিথি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন- পড়া-লেখার পাশাপাশি খেলাধুলা অবশ্যই দরকার, খেলা-ধুলা করলে স্বাস্থ্য ও মন ভাল থাকে, শেখ হাসিনার সরকারের আমলে খেলাধুলার মান উন্নয়ন হয়েছে। জেলায় জেলায় শেখ রাসেল স্টেডিয়াম নির্মান হচ্ছে, রাজবাড়ী জেলায়ও হবে, আমরা জায়গা খুজচ্ছি, জমি নির্ধারন হলেই আমাদের রাজবাড়ী জেলায়ও শেখ রাসেল স্টেডিয়াম নির্মান কাজ শুরু হবে ইনশাল্লাহ..।

রাজবাড়ীর গোয়ালন্দে স্বজন সমাবেশের আয়োজনে ২১ জানুয়ারী সোমবার গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর দেড়টার সময় খেলা শুরু হয় এবং বিকেলের দিকে শেষ হয়।গত ৩০ নভেম্বর ২৪টি দলের অংশগ্রহনে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্টের আহবায়ক সাজ্জাদ হোসেন।
টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগীতা করেছে “মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ” ও “আদিব সারাহ ফাউন্ডেশন”।
ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ মঙ্গল সরদার স্মৃতি সংঘকে ২৮ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত ক্রিকেট একাদশ ১৪ ওভার ৩ বলে সব ক’টি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। জবাবে মঙ্গল সরদার স্মৃতি সংঘ ১৩ ওভার ২ বলে সক ক’টি উইকেট হারিয়ে ৫৪ রান করে।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এজাজ শফী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, পৌর কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন রনি, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মোঃ সেলিম মুন্সি, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা হামিদুল হক বাবলু, রাজবাড়ীবিডি.কম’র সম্পাদক আজু শিকদার, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ।

Comments

comments