আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সংসদ সদস্যরা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ ,৩ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৪:৫৮ অপরাহ্ণ ,৪ জানুয়ারি, ২০১৯
শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সংসদ সদস্যরা

ডেস্ক নিউজ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। ৩ জানুয়ারি-১৯ বৃহস্পতিবার বেলা ১১.টার দিকে শপথ অনুষ্ঠান শুরু হয়।

শপথ অনুষ্ঠানের আগে থেকেই নতুন সংসদ সদস্য এবং তাদের সমর্থকরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন।

শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথ পাঠ করান তিনি। এ সময় পাঁচবারের নির্বাচিত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী শপথ গ্রহন করেন।

অবশ্য বিএনপিসহ ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত সংসদ সদস্য শপথ নেননি।

দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত ৩০শে ডিসেম্বর-১৮ রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের ফলাফল অনুসারে, ২৮৮টিতে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি তিন, জাসদ দুই, বিকল্পধারা দুই, তরিকত ফেডারেশন এক, জাতীয় পার্টির (জেপি) একজন জয়ী হয়েছেন।

বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি (বিএনপি ৫+ গণফোরাম ২) আসন। স্বতন্ত্রসহ অন্যরা জয় পেয়েছেন ৩টি আসনে।

গোলযোগের কারণে ব্রাহ্মণবড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনটির ফলাফল স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফল ঘোষণা করে ইসি।

আর ভোটগ্রহণের আগে গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী মৃত্যুবরণ করায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়। এই আসনে ইসি নতুন করে তফসিল ঘোষণা করে ভোটগ্রহণ করবে।

Comments

comments