আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ২২লক্ষ ৮৪হাজার ৭শত নতুন পাঠ্য বই বিনামূল্যে বিতরন উৎসব অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ ,১ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১১:২৭ অপরাহ্ণ ,১ জানুয়ারি, ২০১৯
রাজবাড়ীতে ২২লক্ষ ৮৪হাজার ৭শত নতুন পাঠ্য বই বিনামূল্যে বিতরন উৎসব অনুষ্ঠিত

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলে পিতামাতার স্বপ্ন পূরণ করতে হবে। আলোকিত ও পূর্ণাঙ্গ মানুষ হতে হবে। সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণকালে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নতুন বছরের শরুতেই সারাদেশে ৪ কোটি শিক্ষার্থীদের মাঝে ৪১ কোটি নতুন বই বিনামূল্যে বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।এ বছরে রাজবাড়ী জেলার পাঁচ উপজেলায় ২২ লক্ষ ৮৪ হাজার ৭ শত ৫ খানা বই ১ম শ্রেনী হতে ৯বম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হসনে আরা ইয়াছমিন করিমী।

তারই ধারাবাহীকতায় রাজবাড়ীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্য বই তুলে দেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনে ৫ম বারের নির্বাচিত এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

এ সময় তার সাথে অতিথি হিসাবে ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হসনে ইয়াছমিন করিমী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিবাবকবৃন্দ প্রমুখ ।

১লা জানুয়ারী-১৯ মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা শহরের টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে রাজবাড়ী-১ আসনের নব-নির্বাচিত এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন- নির্বাচনের বছরেও ১ জানুয়ারি শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার মতো যুগান্তকারী সফলতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।দেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বেড়েছে শিক্ষার হার।

নব-নির্বাচিত এমপি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে সফলতা এসেছে। প্রধানমন্ত্রী নিজে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। তিনি আমাকে মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের দায়িত্ব দিয়েছেন। সারা দেশে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে, যার কাজ চলমান রয়েছে। বছরের শুরুতে এমন চকচকে বই হাতে পেয়ে শিশুরা যাতে সময় নষ্ট না করে, বছরের শুরুর দিন থেকেই পড়াশোনা করতে পারে সেজন্যই আওয়ামী লীগ সরকারের এমন উদ্যোগ।

এছাড়াও, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উৎসব অনুষ্ঠানে নব-নির্বাচিত এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী গান গেয়ে শিক্ষারথীসহ উপস্থিত সকলকে আনন্দ দেন।

উল্লেখ্য, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বিভিন্ন শিশুরা তাদের তাদের প্রতিকৃয়া ব্যাক্ত করে বলেন- কি সুন্দর চকচকে বই! দারুন মজা ! খুব আনন্দ লাগছে। এত আনন্দ জীবনেও পাইনি। নতুন বইয়ের গন্ধটাও দারুন।

Comments

comments