আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে উৎসবমূখর পরিবেশে চলছে ভোট গ্রহন;শেষ পর্যন্ত জিতবে কে? নৌকা নাকি ধানের শীষ!


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ ,৩০ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ৯:১৫ অপরাহ্ণ ,৩১ ডিসেম্বর, ২০১৮
রাজবাড়ীতে উৎসবমূখর পরিবেশে চলছে ভোট গ্রহন;শেষ পর্যন্ত জিতবে কে? নৌকা নাকি ধানের শীষ!

নিজস্ব প্রতিনিধি।। ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ভোটকেন্দ্রগুলোতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকে বিকেল পর্যন্ত কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমূখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে সাধারন মানুষের। নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচল না করলেও ভোটারদের পায়ে হেঁটে কেন্দ্রে আসতে দেখা যায়।

ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮.টা থেকে, যা চলবে বিকেল ৪.টা পর্যন্ত। জেলার অধিকাংশ কেন্দ্রে সকাল ৮.টা থেকে সারে ৯.টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল দেখার মত। এরপর সকাল সারে ৯.টা থেকে সকাল ১১.টা পর্যন্ত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আবারো বাড়তে শুরু করে। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসনটিতে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৩৭২ জন।

জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে- রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রামকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুলিশ লাইনস্ সরকারী প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আল্লা নেওয়াজ খায়রু মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালন্দ উপজেলার  নাজির উদ্দিন হাই স্কুল, শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়, গোয়লন্দ প্রপ্রার হাই স্কুল এছাড়াও পাংশা বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে- সকাল থেকেই নারী-পুরুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
মাঠে নেমে আরো দেখা গেছে, সকল ভোটকেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় আছে। ভোটাররা কোন প্রকার শঙ্কা ছাড়া নিজেদের ভোটাধিকার প্রদান করছেন। পরিবেশ অনেক ভালো, কোনও সমস্যা নেই। ২/১ টি ছাড়া প্রায় কেন্দ্রের বুথে আওয়ামী লীগ এবং জাতীয় ঐক্যফ্রন্ট এ দুই দলেরই পুলিং এজেন্ট রয়েছে।

লক্ষ্মীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা আব্দুস সালাম সালু নামের এক ভোটরের সাথে কথা হলে তিনি জনতার মেইল.কম’কে জানিয়েছেন যে, আমি ভোট দিয়েছি, কোন সমস্যা হয়নি, কোন বাঁধাও দেওয়া হয়নি, এখন পর্যন্ত সুষ্ঠভাবে ভোট হচ্ছে, এখানে নৌকা এবং ধানের শীষ উভয় মার্কার পুলিং এজন্ট রয়েছে । আশা করছি শেষ পর্যন্ত এমন সুষ্ঠ-সুন্দর পরিবেশ থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন প্রতিকে ভোট দিয়েছি সেটা আপনাকে কেন বলবো ? আর শেষ পর্যন্ত কে জিতবে নৌকা নাকি ধানের শীষ? সেটাইবা কিভাবে বলবো! অনেক ভোটারে সাথে কথা হলে তারা এমনটাই জানিয়েছেন।

এমন আরো অনেক ভোটারই এসেছেন ভোট দিতে। তাদের সাথে কথা হলে তারা বলেন- অনেকেই বলেছিল ভোট না-কি কেন্দ্রে মারামারি হবে। এরপরও ভোট দিতে আসলাম, এখনতো দেখছি কোন মারা-মারি হচ্ছেনা। এখন বুঝলাম ওরা গুজব ছড়িয়েছিল।

Comments

comments