আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে পৌছেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ ,২২ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ৯:০৩ অপরাহ্ণ ,২২ ডিসেম্বর, ২০১৮
সিলেটে পৌছেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি।। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের সেবা করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।

২২শে ডিসেম্বর-১৮ শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী এক জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। তিনি বলেন আপনাদের কাছে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছি তাদের জন্য ভোট চাই। নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে উপস্থিত হয়েছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন- বাংলাদেশকে বারবার শুধু দুর্নীতির দেশ হিসেব, জঙ্গিবাদের দেশ হিসেবে, সন্ত্রাসের দেশ হিসেব পরিচয় করিয়ে দিয়েছে বিএনপি জোট। তাদের অপকর্মের কারণে জরুরি অবস্থাও ঘোষণা হয়। ২০০৮ সালের এর নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দেয়; আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
তিনি আরও বলেন, ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িযে হত্যা করেছে বিএনপি জোট, আবার বাংলাভাইকে সৃষ্টি করে নির্বিচারে মানুষ হত্যা করিয়েছিল। তারা এতিমের অর্থ আত্মসাত করেছিল। তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ মামলা দেয়নি। তাদেরই নির্বাচিত সেনাপ্রধান মামলা দিয়েছে। ২১ আগস্ট গ্রেনডে হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি।সন্ত্রাস সৃষ্টি করে বিএনপি, আর আওয়ামীলীগ সন্ত্রাস ধ্বংস করে।দেশের মানুষ এখন শান্তিতে আছে, দেশের এই শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দেওয়ার আহ্ববান জানান জননেত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় যোগ দিতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট-এ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকাল ১১.টায় পৌঁছেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখানে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সিলেট পৌঁছে প্রথমেই হজরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। পরে হজরত শাহপরান (রহঃ) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রহঃ) এর মাজারও জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে বেলা সোয়া ১.টায় সিলেট সার্কিট হাউসে যান, সেখানে মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটায় আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন জননেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার সঙ্গে ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একে আবদুল মোমেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

Comments

comments