পুরষ্কৃত হলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত আমিনুল
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ ,১৮ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ৩:১৬ অপরাহ্ণ ,১৮ ডিসেম্বর, ২০১৮
উজ্জল চক্রবর্ত্তী-রাজবাড়ী সংবাদদাতা।। রাজবাড়ীজেলার গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলামকে পুরষ্কৃত করেছে পুলিশ বিভাগ।
১৮ডিসেম্বর-১৮ মঙ্গলবার বেলা ১১.টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের হাত থেকে তিনি এ পুরষ্কার গ্রহন করেন।
মাত্র ১৫ দিনে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও সকল আসামীকে গ্রেফতার করায় এ বছরের গত ২৬ অক্টোবর দৌলতদিয়ার আক্কাছ আলী হাইস্কুল সংলগ্ন পদ্মা পাড়ে ভাড়ায় যাত্রী পরিবহন করা মঞ্জু শেখকে (২৮) হত্যা করে তার মোটরসাইকেলটি ছিনতাই করে খুনিরা। এ ঘটনায় পরদিন অজ্ঞাত দূর্বৃত্তদের আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে মঞ্জুর বাবা বাবলু শেখ। চাঞ্চল্যকর মঞ্জু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান ইন্সপেক্টর আমিনুল ইসলাম। ক্লুলেস এ হত্যা মামলাটি দ্রুত তদন্ত করে মাত্র ১৫ দিনের মধ্যে হত্যায় সরাসরি অংশ নেয় ৫ খুনিকে গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ছোরা ও নিহত মঞ্জুর মোটরসাইলটি উদ্ধার করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে পুরষ্কার প্রদানকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দীকা মিলিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইন্সপেক্টর আমিনুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘মাননীয় পুলিশ সুপার আসমা সিদ্দীকা মিলি স্যার ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী স্যারের সার্বিক সহযোগিতায় এ ধরনের একটি মামলা দ্রুত সময়ের মধ্যে তদন্তে সফলতা এসেছে।’ তিনি আরো জানান, কাজের স্বীকৃতি কাজ করার স্পৃহা অনেক বাড়িয়ে দেয়। তাই এই স্বীকৃতি আগামীতে আমার কাজের প্রতি দায়িত্বশীলতা বাড়িয়ে দিয়েছে।