আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গণপিটুনিতে ভ্যান চোর হত্যা:জিজ্ঞাসাবাদের জন্য আটক-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ ,১৮ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ২:১৫ অপরাহ্ণ ,১৮ ডিসেম্বর, ২০১৮
রাজবাড়ীতে গণপিটুনিতে ভ্যান চোর হত্যা:জিজ্ঞাসাবাদের জন্য আটক-২

উজ্জল চক্রবর্ত্তী-রাজবাড়ী সংবাদদাতা।। ভ্যান চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করে ১৭ই ডিসেম্বর-১৮ সোমবার বেলা সাড়ে ১১.টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সেখান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।এ ঘটনায় দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

হত্যা হওয়া ব্যক্তি, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন ব্রীজ এলাকার দুলাল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৫)।

গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে বাবলু প্রামানিক (৪০) ও খানখানাপুর ইউনিয়নের বেপারী পাড়ার আফছার বেপারীর ছেলে সবুজ (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোর রাতে শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরিপুর এলাকার সিদ্দিকের বাড়ি থেকে ভ্যান চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পরে সুমন।স্থানীয় জনতা সুমনকে গণপিটুনি দেয়।এ সময়, স্থানীয় বাবলু ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, সুমনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায়, গোয়ালন্দ হাসপাতাল এলাকা থেকে বাবলু প্রামানিক ও লাশ বহন করে আনা নছিমনের চালক সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Comments

comments