আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা বিএনপি অফিসে হামলার ঘটনায় আটক সভাপতি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ ,১০ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ১০:১৩ অপরাহ্ণ ,১১ ডিসেম্বর, ২০১৮
গোয়ালন্দ উপজেলা বিএনপি অফিসে হামলার ঘটনায় আটক সভাপতি

গোয়ালন্দ সংবাদদাতা।। বিএনপির দুটি গ্রুপের অভ্যন্তরীন কোন্দলের কারণে হামলার ঘটনায়- বিএনপির অভিযোগ গোয়ালন্দ উপজেলা বিএনপি অফিসে নির্বাচনী সভা চলা কালে আওয়ামীলীগের লোকজন হামলা করেছে এবং আওয়ামীলীগের অভিযোগ বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারণে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর লোকজন এ হামলা করে।ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে গোয়ালন্দ উপজেলা বিএনপি। এ ঘটনার পর উপজেলা বিএনপির সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নুকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ই ডিসেম্ব-১৮ সোমবার বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা বিএনপি অফিসে এ হামলার ঘটনার পাল্টা-পাল্টি অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত সোমবার বিকেলে গোয়ালন্দ বাজার রেলস্টেশন এলাকায় বিএনপির অফিসে দলীয় নির্বাচনী সভা চলাকালিন সময়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা মিছিল করতে করতে অতর্কিতভাবে ইট-পাটখেল নিক্ষেপ করে হামলা চালায়। এ হামলায় তিনিসহ  ১২জন নেতাকর্মী আহত হন। এছাড়া প্রায় ১৫-২০টি চেয়ার ও মাইক ভাঙ্গচুর করে। এমন পরিস্থিতিতে পুলিশ আমাদের অবরুদ্ধ করে রাখে এবং উপজেলা বিএনপির সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু মোল্যাকে গ্রেফতার করে।

এ ঘটনায়- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল বলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী একজন নিরিহ মানুষ এবং তার গণসংযোগ নিয়েই দলীয় নেতাকর্মীরা ব্যাস্ত ছিল। এসময় কে বা কারা হামলা করেছে জানানেই, তবে শুনেছি বিএনপির দুটি গ্রুপ রয়েছে। নিজেদের অভ্যন্তরীন কোন্দলের কারণে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর লোকজন এমনটি ঘটিয়েছে। এ ঘটনার সাথে সরকারি দলের কেউ জড়িত নয়। নিজেদের বদনাম এখন অন্যের ঘারে চাপানোর চেষ্টা চালাচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বলেন, বিএনপির দুটি গ্রুপের অভ্যন্তরীন কোন্দলের কারণে নিজেরা মারামারি করেছে বলে জানতে পেরেছি। উপজেলা বিএনপির সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু মোল্যাকে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Comments

comments