আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর দুটি আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার:লড়বেন যারা!!


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ ,৯ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ১১:১৩ অপরাহ্ণ ,৯ ডিসেম্বর, ২০১৮
রাজবাড়ীর দুটি আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার:লড়বেন যারা!!

রাজবাড়ী প্রতিনিধী।। ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী দুটি আসনে বিভিন্ন দলের মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে গত ২ রা ডিসেম্বর রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র বাছাই কার্যক্রমে বাদ পরে ২ প্রার্থী। রবিবার ছিলো মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। এ দিন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার কার্যালয়ে এসে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।

রাজবাড়ী-১ আসনে প্রার্থী হিসেবে চুরান্ত পর্যায়ে লড়বেন আওয়ামী লীগের প্রার্থী আলহ্বাজ কাজী কেরামত আলী। বিএনপি থেকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ইসলামী আন্দোলন জোটের মোঃ জাহাঙ্গীর আলম খান। এদিকে বিএনপি’র আরেক প্রার্থী এ্যাড. আসলাম মিয়া এখনও আছে।

এ ব্যপারে রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোঃ শওকত আলী জানান, রবিবার বিকেলে রাজবাড়ী-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মোঃ আক্তারুজ্জামান হাসান, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মোঃ জুয়েল রানা তাদের মনোনয়ন উত্তোলন করে নিয়েছেন।

অপরদিকে, রাজবাড়ী-২ আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, গনফোরামের ইমামুজ্জামান চৌধুরী, খন্দকার ছদরুল হাবীব। আর বিএনপির আব্দুর রাজ্জাক খান এবং হারুন অর রশিদ  এখনও রয়েছে।
রাজবাড়ী-২ আসনে চুড়ান্ত পর্যায়ে প্রার্থী হিসেবে লরবেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ জিল্লুল হাকীম, বিএনপি’র প্রার্থী নাসিরুল হক সাবু, জাতীয় পার্টির প্রার্থী এবিএম নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মোঃ নাজমুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর মহম্মদ ভুঁইয়া, জাসদের প্রার্থী সুশান্ত কুমার সরকার।

Comments

comments