আজ : মঙ্গলবার, ১৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ভাংচুরসহ ৩টি দোকান ভস্মিভূত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ ,১ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ৬:১৮ অপরাহ্ণ ,২ ডিসেম্বর, ২০১৮
রাজবাড়ীতে ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ভাংচুরসহ ৩টি দোকান ভস্মিভূত

নিজস্ব প্রতিনিধি।। রাজবাড়ী সদর উপজেলার দুই স্থানে দূর্বৃত্তরা পৃথক হামলা চালিয়ে ১টি ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ভাংচুর করেছে ও আগুন জ্বালিয়ে ৩টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত করেছে।ঘটনাস্থল থেকে রাতে ২টি ও সকালে ৫ টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৯.টার দিকে জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের বেগলাছি স্টেশন সংলগ্ন মানিক ভ্যারাইটিজ স্টোর, বিজন হেয়ার ড্রেসার ও ফজুল মল্লিকের মুদি দোকান আগুন দিয়ে ভস্মিভূত করেছে এবং রাত ১১.টার দিকে চন্দনী ইউনিয়নের জৌকুড়া ধাওয়া পাড়া ঘাটে অবস্থিত ১-নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে এ হামলা চালিয়ে অফিসের আসবাপত্র ভাংচুর ও অফিসের বেড়ার টিন কুপিয়ে কেটে ফেলে এবং অফিসে থাকা ১টি টেলিভিশন নিয়ে যায় দূর্বৃত্তরা।দোকান পোড়ানোর এ ঘটনায় প্রায় ২২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।ঘটনাস্থল থেকে রাতে ২টি ও সকালে ৫ টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম আক্কাস জানান, শুক্রবার দিবাগত রাতে বেলগাছি স্টেশনের প্লাটর্ফম থেকে মুখোশধারী একদল দূর্বৃত্ত কয়েকটি দোকানের উপর হামলা চালায়। এ সময় তারা গুলিও ছোড়ে এবং প্রেট্রলের সাহায্যে দোকানে আগুন ধরিয়ে দিয়ে জনগনের মাধ্যে ভীতির সৃষ্টি করে।আগুনে তিনটি দোকান ভস্মিভুত হয়েছে।এ সময় দৌড়া দৌড়ি করতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহত হয়েছে। জামায়াত-বিএনপির কর্মীরা মুখ বেঁধে এ হামলা চালিয়েছে।সে হামালাকারীদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবী জানান।

মানিক ভ্যারাইটিজ স্টোরের মানিক মন্ডল জানান, হেলমেট ও রেইনকোট পড়া একদল দূর্বৃত্ত তার দোকানের উপর হামলা চালিয়ে আগুন দেয়। এ সময় পাশের দুইটি দোকানও পুড়ে যায়। এতে তাদের প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের লীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান জানান, ওই রাতে একদল মুখোশধারী জামায়াত-বিএনপি কর্মী ধানের শীষের স্লোগান দিতে দিতে এসে তাদের আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এরকম জঘন্নতম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে, রাজবাড়ী সদর থানার এসআই এনছের আলী জানান, বেলগাছির স্টেশন সংলগ্ন তিনটি দোকানে দূর্বৃত্তদের হামলার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

comments