আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ১০ জন আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ ,২৯ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১০:১৩ অপরাহ্ণ ,২৯ নভেম্বর, ২০১৮
রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ১০ জন আটক

উজ্জল কুমার চক্রবর্ত্তী-রাজবাড়ী সংবাদদাতা।। রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাজিাসহ ১০ জন মাদক সেবি ও ব্যাবসায়ীকে আটক করেছে উক্ত কার্যালয়ের সদস্যরা।

২৮ শে নভেম্বর-১৮ বুধবার রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়ার পোড়াভিটা এরাকায়, সোহরাব মন্ডলের পাড়া ও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো, আফরোজা বেগম আরজু (৪৫) ,স্বামী:মৃত. কেরামত মোল্লা, গ্রাম: দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া কে ২০ গ্রাম গাঁজা মোছাম্মৎ আসমা (৩৫), স্বামী:- রহিম মোল্লা গ্রাম: দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া কে ১০ গ্রাম গাঁজা মোছাম্মৎ বিউটি আক্তার (৩০), স্বামী :- আমীর সেকগ্রাম: দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া কে ১০ গ্রাম গাঁজা মো: আব্বাস মোল্লা (৪২), পিতা:- মৃত. মোবারক মোল্লাগ্রাম: দৌলতদিয়া মজিদ সেকের পাড়া কে ১৫ গ্রাম গাঁজা বিথী আক্তার (৪০) , স্বামী:-মো: আব্বাস মোল্লা গ্রাম: দৌলতদিয়া মজিদ সেকের পাড়া কে ১০ গ্রাম গাঁজা ঝর্না বেগম (৪৫) ,পিতা:- আব্দুর রাজ্জাক সেকগ্রাম: দৌলতদিয়া পোড়া ভিটা কে ২৫ গ্রাম গাঁজা আকাশ গাজী (২০), পিতা:- আদিল গাজী, দৌলতদিয়া পতিতালয় কে ২০ গ্রাম গাঁজা মোঃ সাজন (২২), পিতা:- আ: রাজ্জাক, গ্রাম: দৌলতদিয়া পোভিটা কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাঙ্গী মোছাম্মৎ মৌসুমী আক্তার (৩০), স্বামী:- আব্দুল রাজ্জাকগ্রাম: দৌলতদিয়া পোভিটা কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা বেবি বেগম (৪৫) ,স্বামী:- মৃত তৈয়ব মন্ডল গ্রাম: দৌলতদিয়া পোভিটা কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উক্ত আসামীদের কে মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোয়ালন্দ এর ভ্র্মান্য আদালত (মোবাইল কোর্ট) আফবুজা কে ৫,০০০/-, আসমাকে ১,৬০০/- , বিউটি কে ১,৬০০/-, আব্বাস কে ১,০০০/-, বিথী কে ১,০০০/-, ঝনা কে ১,০০০/-, আকাশ কে ৫,০০০/- মোট ০৭ জন আসামী ১৬,২০০/- টাকা অর্থ দন্ড প্রদান করেন, এবং সাজন কে ৬ মাসের মৌসুমী এবং বেবী কে ২ বছরের বিনাশ্রম কারা দন্ড দিয়ে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করেন।

এ প্রসঙ্গে ২৯শে নভেম্বর রাত ৯.টার দিকে সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খানের সাথে মুঠোফনে কথা হলে, তিনি জনতার মেইলকে বলেন- এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments