আজ : শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ঘড়ে ফিরলেন আলহাজ্জ্ব কাজী কেরামত আলী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ ,২৭ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১০:১৭ অপরাহ্ণ ,২৭ নভেম্বর, ২০১৮
আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ঘড়ে ফিরলেন আলহাজ্জ্ব কাজী কেরামত আলী

রাজবাড়ী প্রতিনিধি।। আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়নের চিঠি নিয়ে রাজধানী থেকে নিজ নির্বাচনী এলাকায় ফিরলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক-শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব কাজী কেরামত আলী।নিজ এলাকায় ফিরেই প্রথমে গোয়ালন্দে ও পরে রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

২৭শে নভেম্বর-১৮ ঢাকা থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৌঁছুলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছার মধ্যে দিয়ে বরণ করে নেন আলহাজ্জ্ব কাজী কেরামত আলীকে।

তাকে রিসিপসনের জন্য রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীরা বিশাল একটি মোটরসাইকেলের বহর নিয়ে দৌলতদিয়া ঘাটে অবস্থান করে। পরে সেখান থেকে গোয়ালন্দে পৌঁছুলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান।

পরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্য়ালয়ে পৌঁছুলে সেখানেও তাকে রাজবাড়ী সদর উপজেলার হাজার হাজার উৎসুক নেতা-কর্মিরা ফুল দিয়ে অব্যর্থনা জানান।

এসময় তারসাথে জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবাহান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ন সাধারন সম্পাদক এ্যডভোকেট শফিকুল আজম মামুন, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন সফি, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ উজির আলী শেখ, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ
জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা আওয়ামীলীগ,সড়ক পরিবহন শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

comments