আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ ,২৫ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ণ ,২৫ নভেম্বর, ২০১৮
বালিয়াকান্দিতে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত

বালিয়াকান্দি সংবাদদাতা।। ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, ‘টেকশই উন্নয়ন নিশ্চিত করি, -এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

২৫শে নভেম্বর রবিবার সকাল সারে ১০.টায় বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। এর পর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল মালেক খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মানিক, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল আলিম।

সমবায়ীদের মধ্যে নারুয়া বনলতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ জনাব আলী, ঘোষখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুল খালেক, মৌকুড়ী মহিলা সমবায় সমিতির সভানেত্রী রুনা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৬ জন শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

comments