আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে রাম কোমল আশ্রমে ২দিন ব্যাপী সাধুসংঘ অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৮ | আপডেট: ৮:১১ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৮
কালুখালীতে রাম কোমল আশ্রমে ২দিন ব্যাপী সাধুসংঘ অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম-কালুখালী সংবাদাতা ।। রাজবাড়ীর কালুখালী উপজেলার ৩নং বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা কোমরপুর সেবাইত দাস ডাঃ কুটি-লক্ষী ও ভক্তবৃন্দদের আয়োজনে গোসাই রাম কোমল আশ্রমে ২দিন ব্যাপী সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে।

১৯শে নভেম্বর-১৮ সোমবার পূণ্য সেবার মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সমাপনী ঘটে। প্রথম দিনে বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দের আগমনে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়। পরদিন রাতে আশ্রমে উপস্থিত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন ডাঃ কুটি। তিনি তার বক্তব্যে নতস্বরে বলেন, মানব সেবাই পরম ধর্ম। ধর্ম-বর্ণ নির্বশেষে সকলকে মানব সেবায় মনোনিবেশ করতে হবে, তাহলেই মানুষ তার সৃষ্টিকর্তার সান্যিধ্য পাবে। আলোচনায় আশ্রমের ভক্ত স্বর্গীয় সাধন শীলের মৃত আত্মার স্বর্গ কামনা করে নিরাবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বোয়ালিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, ইউপি সদস্য আঃ করিম মন্ডল, উপজেলা ব্র্যাক জিজেডির ব্যবস্থাপক মেহেদী হাসান, মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ হাট মোড় বণিক সমিতির সভাপতি বিষু মন্ডল, সাবেক সভাপতি খোরশেদ মন্ডল, আকু শিকদার এছাড়াও মোঃ আঃ রাজ্জাক সহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বাউল সঙ্গীত পরিবেশন করেন আজীবন সদস্য ও আজীবন সম্মাননা পদক প্রাপ্ত  ঢাকা গাজীপুরের এনাম সাই, রাজবাড়ীর বিশিষ্ট বাউল শিল্পী অসীম দাস বাউল অন্যান্যের মধ্যে গাজীপুরের সাঈদ বাউল, সাইফুল ইসলাম রনি,  গাংনীর ভিকু বাউল, বরাঙ্গাইলের সিদ্দিক পীর, ফরিদপুরের সিদাম পাগল ও স্থানীয় রুস্তম বাউল সহ স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।

Comments

comments