আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাজবাড়ীর বে-সরকারী স্কুলের শিক্ষক কর্মচারীবৃন্দ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ ,১৩ নভেম্বর, ২০১৮ | আপডেট: ৭:১২ অপরাহ্ণ ,১৩ নভেম্বর, ২০১৮
মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাজবাড়ীর বে-সরকারী স্কুলের শিক্ষক কর্মচারীবৃন্দ

নিজস্ব প্রতিনিধি।। বৈশাখী ভাতা ২০% ও ইনক্রিমেন্ট ৫% প্রদানের ঘোষনা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজবাড়ীর সকল বে-সরকারী শিক্ষক কর্মচারীরবৃন্দ।

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা প্রশাসনের অনুরোধক্রমে আনন্দ র‌্যালী করতে  না পারায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান উপলক্ষ্যে- শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার উদ্যোগে ১৩ই নভেম্বর-১৮ মঙ্গলবার সকাল সারে ১০.টার দিকে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় ২য় তলার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায়- শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ীর আলীমুজ্জামান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ধীরেন্দ্র নাথ দাস, তমিজ উদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ, বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুসীল চন্দ্র দত্ত তাপস প্রমূখ।

সভা পরিচালনা করেন- আটদা পুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার  সাধারণ সম্পাদক পদে উত্তম কুমার দাস।

এ সময়, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার  সহ-সভাপতি ছাদেক আলী মোল্যা, সহ-সম্পাদক- মোঃ শাহজাহান মুন্সী ও তপন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক- মোঃ আতাউল শেখ, দপ্তর সম্পাদক- মোঃ রফিকুল ইসলাম সহ রাজবাড়ীর সকল বে-সরকারী শিক্ষক কর্মচারীরবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায়, মীর মাহফুজা খাতুন মলি তার বক্তব্যে বলেন- বৈশাখী ভাতা ২০% ও ইনক্রিমেন্ট ৫% প্রদানের ঘোষনা দেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য আমরা আনন্দ র‌্যালী করতে চেয়েছিলাম, কিন্ত সামনে জাতীয় সংসদ নির্বাচন, সে কারনে রাজবাড়ী জেলা প্রশাসনের অনুরোধক্রমে আনন্দ র‌্যালী করতে না পারায় আজকের এই সভা থেকে রাজবাড়ীর সকল বে-সরকারী শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি আরো বলেন, বে-সরকারী শিক্ষক কর্মচারীরদের  দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই ২০% বৈশাখী ভাতা ও ৫% ইনক্রিমেন্ট, নির্বাচনের আগে এই দাবী পূরন করে জননেত্রী শেখ হাসিনা আবারো প্রমান করলেন সে আসলেই মানবতার নেত্রী। এই বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট চালু করায় শিক্ষার মান উন্নয়ন ও গতি বৃদ্ধি হবে বলে আমি মনে করি। উন্নয়নের এই ধারাবাহীকতা বজায় থাকুক এই কামনা করে বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করনের জন্য মানবতার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে প্রত্যাশা করেন তিনি।

Comments

comments