আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর “উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ ,৬ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১:৩৫ পূর্বাহ্ণ ,৭ নভেম্বর, ২০১৮
রাজবাড়ীর “উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা ও উপজেলা ইনোভেশন টিমের সকল সদস্যদের নিয়ে “বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি ও করণীয় পর্যালোচনা” শীর্ষক এক কর্মশালার শুভ উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী।

মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ৬ নভেম্বর-১৮ মঙ্গলবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন- খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সাহেনা পারভীন ও এটুআই-এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কনসালটেন্ট অনিমেষ চন্দ্র বাইন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনাসহ বিভিন্ন দপ্তরের ৪০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌছে দিতে ও নিশ্চিত করতে প্রতিটি সরকারি দপ্তর ইনোভেশন কার্যক্রম বাস্তবায়ন করছে শেখ হাসিনার সরকার।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ -এর একসেস-টু-ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Comments

comments