আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ১০৭ দরিদ্র পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ ,৩ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১:৪৬ পূর্বাহ্ণ ,৪ নভেম্বর, ২০১৮
রাজবাড়ীতে ১০৭ দরিদ্র পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

রাজবাড়ী প্রতিনিধি।।রাজবাড়ী সদর উপজেলায় বন্যায় ও মৌসুমী ঝড়ে ক্ষতিগ্রস্থ ১০৭ টি দরিদ্র পরিবারকে পূনর্বাসনের লক্ষে ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩রা নেভেম্বর-১৮ শনিবার দুপুরে রাজবাড়ী অফিসার্স ক্লাবে এ ঢেউ টিন ও অর্থ প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপিতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশেক হাসান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান খান, সদর উপজেলা প্রকল্প পরিচালক মোঃ এসএম মানোয়ার হোসেন প্রমূখ ।
এসময় ১০৭টি পরিবারকে ১০৩ বান্ডেল ঢেউটিন ও ঘড় নির্মান/মেরামতের জন্য নগদ ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।আগামীকাল রবিবার গোয়ালন্দে ৪৭টি দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হবে।

বিতরন অনুষ্ঠানে, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন- শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার খাদ্য, স্বাস্থ্য-চিকিৎসা, শিক্ষা, রাস্তা-ঘাট ও অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে।বর্তমান সরকার রাজবাড়ীতে একাধিক ভূমিহীনদের পূনরবাসন করেছে, অনেক মানুষের ঘড় দিয়েছে, শুধু তাই নয় প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ভূমিকা রেখেছে।আওয়ামীলীগ হচ্ছে উন্নয়নের সরকার, আমরা উন্নয়নে বিশ্বাস করি। দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই।

Comments

comments