আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

CRi ও ইয়াং বাংলা কতৃক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-১৮ পেল ৩০ সংগঠন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ ,২৯ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ণ ,৩০ অক্টোবর, ২০১৮
CRi ও ইয়াং বাংলা কতৃক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-১৮ পেল ৩০ সংগঠন

নিজস্ব প্রতিনিধি।। এবছরে অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠনগুলো হলঃ- ১। জেন্ডারঃ নারী ও পুরুষের সাম্য প্রচার, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে # ঢাকার অল ফর ওয়ান ফাউন্ডেশন, ফ্ল্যাগ গার্ল, ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নতরী ফাউন্ডেশন।

২। দক্ষতা উন্নয়নঃ আনুষ্ঠানিক কারিগরি শিক্ষা, স্বল্পমেয়াদী কারিগরি শিক্ষা, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ, পেশা পরামর্শ # চট্টগ্রামের ভোরের আলো, রংপুরের বিডি অ্যাসিস্টেন্ট, কুষ্টিয়ায় গুরুকুল, নারায়ণগঞ্জের প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন।

৩। অন্তর্ভূক্তিমূলক শিক্ষাঃ শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, শিক্ষা বিষয়ক সচেনতা # মানিকগঞ্জের শিখার আলো পাঠশালা, খুলনার অনুশীলন ও মজার স্কুল, গাইবান্ধার স্টুডেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ইয়ুথ পাওয়ার, মৌলভীবাজারের ইউনিভার্সিটি টি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

৪। প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়নঃ  প্রতিবন্ধী নাগরিকদের ক্ষমতায়ন: ঝিনাইদহের একতা উন্নয়ন সংগঠন, ময়মনসিংহের প্রতিবন্ধী কল্যাণ সমিতি।

৫। সাংস্কৃতিক আন্দোলনঃ সাংস্কুতিক চর্চা, শিক্ষা ও প্রশিক্ষণ, পাড়া-মহল্লা পাঠাগার, ঐতিহ্য ও সাংস্কুতিক বিষয়ক সচেতনতা, মুক্তি যুদ্ধের চেতনা # সিলেটের অটিজম অ্যান্ড আর্ট ফাউন্ডেশন ও শিশু নাট, বরিশালের ঘুড়ি ফাউন্ডেশন। (এই শাখায় তৃতীয়বারের মত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে )।

৬। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনঃ পরিবেশগত সচেতনতা, পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব পরর্য়টন # সুনামগঞ্জের পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থা, বরিশালের ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, নওগাঁর প্রাণ ও প্রকৃতি।

৭।জনসচেতনতা মূলক উদ্যোগঃ নিরাপত্তা, নিরাপদ সড়ক সচেতনতা, বর্জ্য ব্যাবস্থাপনা ও আবর্জনা মুক্ত পরিবেশ সচেতনতা # (এবারে দেওয়া হয় নাই)

৮। স্পোর্টস এবং ফিটনেসঃ স্পোর্টস ক্লাব, খেলাধুলা, ইনডোর/আউটডোর, শরীর চর্চা, আত্নরক্ষা # খেলাধুলা ও স্বাস্থ্য গঠন: লালমনিরহাটের তায়াকোয়ান্দো অ্যাসোসিয়েশন, রংপুরের সালান্দার হাই স্কুলের উইমেনস বাস্কেটবল টিম।

৯। উদভাবন ও উদ্যোক্তাঃ কৃষি ও প্রণিসম্পদ, তথ্যপ্রযুক্তি, নবায়ন যোগ্য জ্বালানি, কুটির শিল্প, অন্যান্য # যশোরের প্রথম সূর্য অ্যাগ্রো ফার্ম, সাতক্ষীরার সফল শ্রিম্প সার্ভিস সেন্টার।

১০। অন্যান্য সামাজিক উন্নয়নঃ স্বাস্খ্য/মানসিক স্বাস্থ্য, কাউন্সেলিং সেবা, দারিদ্র্য নিরসন, মাদক বিরোধী সচেতনতা, বাল্য বিবাহ রোধ, ঝুঁকি এবং দূর্যোগ মোকাবেলা, রক্তদান মানষিক সহায়তা, স্থানীয় মানুষ ও জীবিকার উন্নয়ন, অন্যান্য # পঞ্চগড়ের নারী শক্তি জাগরণ ফাউন্ডেশন, রাঙামাটির জীবন, ফরিদপুরের তরু ছায়া, ঢাকার লাইট টু লাইফ, কুষ্টিয়ার তরুণ একাত্তর, চট্টগ্রামের স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।

সেরা ১০ সংগঠনগুলো হচ্ছেঃ-

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পাওয়া ৩০ সংগঠনের মধ্যে থেকে বাছাই করা হয় সেরা দশ।  সংগঠনগুলো হল-১। অল ফর ওয়ান ফাউন্ডেশন, ২। নারী শক্তি জাগরণ ফাউন্ডেশন, ৩। লালমনিরহাটের তায়াকোয়ান্দো অ্যাসোসিয়েশন, ৪। ভোরের আলো, ৫। একতা উন্নয়ন সংগঠন, ৬। পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থা, ৭। শিখার আলো পাঠশালা, ৮। প্রথম সূর্য অ্যাগ্রো ফাউন্ডেশন, ৯। জীবন এবং ১০। সিলেটের অটিজম অ্যান্ড আর্ট ফাউন্ডেশন।

অ্যাওয়ার্ড পাওয়া সকল সংগঠনকে একটি করে সনদ, একটি করে ল্যাপটপ ও ট্যাব দেওয়া হয়েছে।

সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (CRi) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলার আয়োজনে ২৮শে অক্টোবর-১৮ শনিবার বিকেল ৪.টায় রাজধানীর সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিটিউটের অডিটরিয়ামে বিজয়ী সংগঠনগুলোর হাতে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-১৮ তুলে দেন প্রধান মন্ত্রীর ছেলে- C R i ও ইয়াং বাংলা,র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ রেহানার ছেলে ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ, ডাক-টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইয়াং বাংলার- সামিরা মেহরাজ, তন্ময়, আনিকা আহমেদ, র‌্যান্ডি গোমেজ, নাবিল, আরিফুল সহ অন্যান্যরা এবং ২০১৫ ও ১৬ সালের অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠনের সদস্যবৃন্দ ও ২০১৮ সালের অ্যাওয়ার্ড প্রাপ্ত নবাগত সংগঠনের সদস্যবৃন্দ সহ এসআরডিএল’র জেলা কো-অর্ডিনেটরবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আবেদনপত্র আহ্বানের পর থেকে এ বছর ২১ অগাস্ট ইয়াং বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফরম বিতরণের মাধ্যমে শুরু হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের কার্যক্রম। এছাড়াও দেশের ৬৪ জেলায় অ্যাক্টিভেশন কার্যক্রম চালায় ইয়াং বাংলা।  ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চালানো হয়। সারা দেশে এ বছরে (২০১৮) জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ারর্ডের জন্য ২৫০০ টি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই করে প্রাথমিক ভাবে ১০০টি সংগঠনকে নির্বাচিত করে ইয়াং বাংলা। তারপর মাঠ পর্যায়ে কাজ করছে এমন বিবেচনা করে শির্ষ ৫০টিতে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হয়, সেখান থেকে ৩০টি সংগঠনকে দেওয়া হয়েছে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ারর্ড-২০১৮। এটা ছিল সিআরআই ও ইয়াং বাংলার ৩য় বারের আয়োজন।

‘ভিশন ২০২১’-কে লক্ষ্যে রেখে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে উত্থাপন করার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা।

ইয়াং বাংলা বাংলাদেশের তরুনদের অন্যতম বড় প্লাটফর্ম হিসেবে যুবসমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনার মধ্যোদিয়ে কাজ করছে।বর্তমানে ২ লক্ষ সদস্য ২২০টি সংগঠন, ২০০টি উদ্যোগ, ১৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৫ হাজারের বেশি ইন্টার্ন নিয়ে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে ইয়াং বাংলা।

Comments

comments