আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-১৮ উপলক্ষ্যে রাজবাড়ীতে র‌্যালী ও সভা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ ,২৩ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১:২৫ পূর্বাহ্ণ ,২৩ অক্টোবর, ২০১৮
জাতীয় নিরাপদ সড়ক দিবস-১৮ উপলক্ষ্যে রাজবাড়ীতে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি।।“আইন মেনে চলব-নিরাপদ সড়ক গড়বো’’ -এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে, রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজনে ১৮ অক্টোবর-১৮ সোমবার সকালে জেলা প্রশাসকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে, জেলা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরাসহ জেলা ট্রাফিক পুলিশ, জেলা সড়ক ও জনপদ বিভাগ, জেলা বাস মালিক গ্রুপ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও অন্যান্যরা অংশ গ্রহন করে।

পরে, জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, বিআরটিএ’র মোটর যার পরিদর্শক আবুল কালাম আজাদ, জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোঃ মুরাদ হাসান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু প্রমূখ।

র‌্যালি চলাকালে- ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলা, চলন্ত গাড়িতে ওঠানামা না করা, পন্যবাহী যানবাহনে যাত্রী হয়ে না ওঠা, বৈধ কাগজপত্র ও ফিটনেস ব্যাতিত এবং যান্ত্রিক ত্রুটি যুক্ত গাড়ি রাস্তায় না নামানো সংক্রান্ত ফেস্টুন প্রদর্শন করা হয়। সেই সাথে বিভিন্ন যান বাহনে সতর্কতামূলক স্টিকারও লাগানো হয়।

Comments

comments