আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন নবাগত সভাপতি মীর মাহফুজা খাতুন মলি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ ,২১ অক্টোবর, ২০১৮ | আপডেট: ৩:১৯ অপরাহ্ণ ,২১ অক্টোবর, ২০১৮
শপথ নিলেন নবাগত সভাপতি মীর মাহফুজা খাতুন মলি

নিজস্ব প্রতিনিধি।।শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার নব-র্বিাচিত কমিটি-২০১৮ এর শপথবাক্য অনুষ্ঠিত হয়েছে।

২০শে অক্টোবর-১৮ শনিবার বিকাল ৪.টার দিকে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় মার্কেটের ২য় তলায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ শপথপাঠ অনুষ্ঠিত হয়।

শপথপাঠ অনুষ্ঠানে, খানখানাপুর সুরাজ মোহিনী ইনষ্টিটিউট’র প্রধান শিক্ষক ও শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনী কমিটির আহ্ববায়ক মোঃ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে শপথবাক্য পাঠ করেন নবাগত সভাপতি মীর মাহফুজা খাতুন মলি।

অন্যন্যদের মধ্যে, সহ-সভাপতি সালমা খানম ও ছাদেক আলী মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে উত্তম কুমার দাস সহ কমিটির সকলেই (১৯ জন) শপথবাক্য পাঠ করেন।

এ সময়, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সাবেক সভাপতি গাজী আহসান হাবীব, সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুর রউফ সহ নব-নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ এবং নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্ববায়ক মোঃ রেজাউল করিম, অমিয় কুমার চক্রবর্তী, মোঃ আঃ রশিদ, মোঃ আক্কাছ আলী সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে “মীর মাহফুজা খাতুন মলি” দোয়াত কলম মার্কায় সভাপতি পদপ্রার্থী ছিলেন। ৪ ঠা অক্টোবর-১৮ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা শহরের সেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সুষ্ঠ-সুন্দর ভোট গ্রহনের মাধ্যমে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে বিপুল ভোটে সভাপতি পদে বিজয়ী হন মীর মাহফুজা খাতুন মলি।

পরিচয়, নবাগত সভাপতি “মীর মাহফুজা খাতুন মলি” কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক এবং রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভানেত্রী। এছাড়াও “মীর মাহফুজা খাতুন মলি” মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণ-পরিষদ সদস্য ও তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম কাজী হেদায়েত হোসেনের পূত্রবধু এবং শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর স্নেহের ছোট ভাই কাজী ওয়াজ্জেহাত আলী (ফরিদ) এর স্ত্রী।

Comments

comments