আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে-কাজী ফরিদ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ ,১৯ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১১:৫৩ অপরাহ্ণ ,১৯ অক্টোবর, ২০১৮
রাজবাড়ীর মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে-কাজী ফরিদ

নিজস্ব প্রতিনিধি।।কাজী ওয়াজ্জেহাত আলী (ফরিদ) কে সভাপতি করে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

উক্ত মাদ্রাসার সভাপতি কাজী ওয়াজ্জেহাত আলী (ফরিদ) এর সভাপতিত্বে ১৯ অক্টোবর-১৮ শুক্রবার বিকাল ৩.টার দিকে অত্র মাদ্রাসার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে নব-গঠিত এ কমিটি ঘোষণা দেন কামালদিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা-সম্পাদক-মুহতামিম হাফেজ মাওঃ মাহবুবুল আলম।

এ সময় অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও পরিচালনা কমিটির সকলে উপস্থিত ছিলেন।

এ কমিটির অন্যান্য হলেন, সহ-সভাপতি আলহাজ্ব দিদার হোসেন খান, মোঃ বাবর আলী মৃধা, আলহাজ্ব মাষ্টার শহিদুল ইসলাম, আলহাজ্ব মাওঃ মাহবুবুর রহমান, আলহাজ্ব দেওয়ান নুরুজ্জামান (নুরু), সম্পাদক/সচিব হাফেজ মাওঃ মাহবুবুল আলম (প্রতিষ্ঠাতা ও মুহতামিম), সহ-সম্পাদক মাওঃ মোঃ আব্দুল হামীদ।সদস্য, মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন গাজী, মোঃ আমীর হোসেন খান, নায়েব আলী মোল্লা, আঃ বারেক মিজি, আঃ রসিদ মন্ডল, হাফেজ মোঃ দিদার হোসেন,  মোঃ বেলায়েত হোসেন (বিলা), মোঃ রুস্তম আলী, মোঃ কবির মৃধা, মোঃ খালেক মজুমদার ও আব্দুল মান্নান কবিরাজ।

৮ই ফেব্রুয়ারী ২০১৫ ইং সালে মাদ্রাসাটি স্থাপিত হয়।সহ-সভাপতি আলহাজ্ব দিদার হোসেন খানের সভাপতিত্বে গত ১৩/১০/১৮ইং তারিখে একটি আলোচনাসভার মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট  গঠন করা হয়।

নব-গঠিত কমিটির সভাপতি কাজী ওয়াজ্জেহাত আলী (ফরিদ) দিক নির্দেশনা বক্তব্যে বলেন, মাদ্রাসা হচ্ছে ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান।মাদ্রাসা পাশ করে যাতে কেউ বেকার না থাকে, সেকারনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগড়ি ও বাংলা শিক্ষা প্রদান করবেন। তিনি আরো বলেন, রাষ্ট্রিয় বা সরকারী নিয়ম-নীতি মেনে চলতে হবে, শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও তার জীবনী সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষা দিতে হবে।নিয়মিত জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকার প্রতি সন্মান প্রর্দশন করতে হবে। এছাড়াও আগামী দিনগুলোতে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে সু-শৃঙ্খলভাবে কার্য্যক্রমের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নব-গঠিত এ কমিটির সভাপতি কাজী ওয়াজ্জেহাত আলী (ফরিদ) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণ-পরিষদ সদস্য ও তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজবাড়ীর গন-মানুষের প্রতিনিধিত্বকারী মরহুম কাজী হেদায়েত হোসেন এর ছেলে ও শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর স্নেহের ছোট ভাই।

Comments

comments