আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে শহীদ শেখ রাসেলের ৫৪ তম জন্মদিন পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ ,১৮ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১:০৬ পূর্বাহ্ণ ,১৯ অক্টোবর, ২০১৮
রাজবাড়ীতে শহীদ শেখ রাসেলের ৫৪ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক।। মহান স্বাধীনতার স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও আওয়ামীলীগ সভাপতি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের আজ ৫৪ তম  জন্মদিন। রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যোদিয়ে দিবসটি পালিত হয়েছে।

এই জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৮ই অক্টোবর-১৮ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আরহাজ্ব কাজী কেরামত আলী।

জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলিমুর রেজা প্রমূখ।

আলোচনা শেষে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং পুরস্কার বিরতণী শেষে শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শহীদ শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম নেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের হাতে নিহত হয় বঙ্গবন্ধু ও তার স্বপরিবার।ঘাতকদের সেই নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু রাসেলও। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাঁকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম।

Comments

comments