আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন;চলবে ৪-৬ অক্টোবর পর্যন্ত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ ,৪ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১০:০৯ পূর্বাহ্ণ ,৫ অক্টোবর, ২০১৮
রাজবাড়ীতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন;চলবে ৪-৬ অক্টোবর পর্যন্ত

রাজবাড়ী প্রতিনিধি।।“উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে রাজবাড়ীতে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

৪ঠা অক্টোবর-১৮ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯.টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত উন্নয়ন মেলা প্রাঙ্গনে এসে শেষ হয় সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস প্রমূখ।
এছাড়া বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই দিন বিকেল, পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের উন্নয়নে চিত্র তুলে ধরতে এতে বহু স্টোল অংশগ্রহন করেন। পরে আলোচনাসভা ও সন্ধ্যায় জাদু খেলা অনুষ্ঠিত হয়েছে।হাজারও মানুষ এ জাদুখেলা উপভোগ করেন।

৪র্থ জাতীয় উন্নয়ন মেলা রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুলি রেলওয়ে ময়দানে ৪ঠা অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

Comments

comments