আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন রাজবাড়ীর মেয়ে তুলি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ ,২ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ণ ,৩ অক্টোবর, ২০১৮
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন রাজবাড়ীর মেয়ে তুলি

রাজবাড়ী প্রতিনিধি।। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডঃ সাজেদা চৌধুরী তুলি। মাইগ্রেশন এন্ড নলেজসিটি প্ল্যানিং বিষয়ে উচ্চতর গবেষণার জন্য তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।

গত ২৫ শে সেপ্টেম্বর-২০১৮ ইং তারিখে পিতা-মাতাসহ পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় এর সমাবর্তন অনুষ্ঠানে এ সার্টিফিকেট গ্রহণ করেন ডঃ সাজেদা চৌধুরী তুলি।

একই গবেষণার জন্য গত বছর প্ল্যানিং ইনস্টিটিউট অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড এ ভূষিত হন তিনি।ডঃ সাজেদা চৌধুরী তুলি বর্তমানে একই বিশ্ব বিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতায় কর্মরত। তিনি ইতিপূর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এনভায়রন মেন্টাল ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

পরিচয়, ডঃ সাজেদা চৌধুরী তুলি হচ্ছে রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী (লাভলী চৌধুরী) ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর বড় মেয়ে।

এছাড়াও, রাজবাড়ীর বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম খোরশেদ আলী চৌধুরী তার দাদা এবং মরহুম আব্দুল হাই চৌধুরী তার নানা ও সাজেদা চৌধুরী তুলির স্বামী আবু সায়েম চৌধুরী অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরী গভর্ণমেন্টে কর্মরত উর্দ্ধতন প্রকৌশলী। ব্যক্তি জীবনে তাসনিয়া চৌধুরী অপলা নামে এই চৌধুরী দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবার-পরিজন, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধবসহ সকলের প্রতি কৃতজ্ঞ এবং সকলের নিকট দোয়া প্রার্থী।

Comments

comments