আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি;রাজবাড়ীতে এবার ৪২১ মন্ডব


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ ,৩০ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১:৫৯ পূর্বাহ্ণ ,২ অক্টোবর, ২০১৮
শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি;রাজবাড়ীতে এবার ৪২১ মন্ডব

রাজবাড়ী প্রতিনিধি।। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব।এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর-১৮ রবিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করমি,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার বাগচী, সাধারন সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্তসহ প্রমূখ।

জেলা প্রশাসক জানান, যে সময়টাতে পূজা অনুষ্ঠিত হবে, সেই সময়টাতে দেশে জাতীয় নির্বাচনের মুল প্রস্তুতি চলবে। যার কারনে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই সচেতন থাকতে হবে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত রাজবাড়ীতে কোন বরাদ্দ আসে নি, আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যেমে প্রদান করা হবে। মন্ডব এলাকায় অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে আপনারা সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে জানাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সব সময় আপনাদের পাশে থাকবে। এছাড়া পুলিশ সুপারকে সাথে নিয়ে তিনি জেলার প্রতিটি মন্ডব পরিদর্শন করবেন বলেও জানান।

জানাগেছে, এবার জেলার ৪২১ টি মন্ডবে দূর্গা পূজার প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ পূজা। প্রতিটি মন্ডবে তাদের নিজস্ব সেচ্ছাসেবকের  পাশাপাশি থাকবে পুলিশ, আনসার সদস্যরা। আরো থাকবে থানা পুলিশের টহল টিম।এছারাও জেলা প্রশাসকসহ জেলা পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করবেন পূজা মন্ডব গুলো।

Comments

comments