আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে কার কেমন জনপ্রীয়তা আছে নেত্রী জানেন-সেতু মন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ৬:২৯ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৮
রাজবাড়ীতে কার কেমন জনপ্রীয়তা আছে নেত্রী জানেন-সেতু মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।।রাজবাড়ীতে কার কেমন জনপ্রীয়তা আছে আমার নেত্রী সবই জানেন, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করতে হবে।এ নিয়ে মন খারাপ করা যাবে-না।যদি কেউ বিদ্রোহী প্রার্থী হওয়ার চেষ্টা করেন তাহলে দল থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২৬শে সেপ্টেম্বর-১৮ বুধবার দুপুরে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সেই কর্মিসভায়, বাংলাদেশ আওয়ীলীগের কেন্দ্রীয় কার্য়করী কমিটির সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেছেন।

এ সময় মঞ্চে ভির হওয়া দেখে তিনি বলেন, ষ্টেজে এত ভির কেন? রাজবাড়ীতে গন্যমান্য নেতার চেয়ে ছুটকা-ছাটকা নেতার সংখ্যাই বেশী, তাদের কারনে ষ্টেজ গরম হয়ে গেছে।এদের করনে মঞ্চে বসেও শান্তি নেই।

আরিচা-দৌলতদিয়া পদ্মা সেতু নির্মান প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেছেন, মাওয়া সেতুর কাজ সম্পূ্র্ন হওয়ার পর পদ্মা সেতুর কাজ ধরা হবে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবোরো জন নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতার আনার কথা বলেন তিনি।

জেলা আওয়ীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ীলীগের কেন্দ্রীয় কার্য়করী কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মাহিবুল হাসান চৌধুরী নওফেল। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শিক্ষাপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি। সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীসহ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. গণেশ নারায়ন চৌধুরী, সহ-সভাপতি ডাঃ আব্দুস সোবাহান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. শফিকুল আজম মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানসহ জেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মিবৃন্দ।

সভা সঞ্চালনা করেন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম শফিক।

Comments

comments