আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিম এমপি’র বিকল্প নাই;ছাত্রলীগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ ,২৫ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১১:৫৬ পূর্বাহ্ণ ,২৫ সেপ্টেম্বর, ২০১৮
রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিম এমপি’র বিকল্প নাই;ছাত্রলীগ

পাংশা থেকে মোঃ সাদ্দাম হোসেন।।চলতি বছরের ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২(পাংশা, বালিয়াকান্দী ও কালুখালী উপজেলা) আসনে দল গোছাতে কর্মীদের উজ্জীবিত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসাধারণের সামনে তুলে ধরাসহ তৃণমূলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন এমপি জিল্লুল হাকিম। এলাকায় বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রিজ-কার্লভাট প্রভৃতি উন্নয়ন, হতদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন এবং দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করণে বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছেন তিনি।

এ ব্যাপারে, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন বলেন, রাজবাড়ী-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কে দলীয় মনোনয়ন দিলে এ আসনে নিশ্চিত বিজয় সম্ভব জিল্লুল হাকিম দলের জন্য নিজেকে নিবেদন করেছেন। অযোগ্য নেতাকে মনোনয়ন দিলে এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ হবেন বলেও জানান তিনি। সুমন আরো বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও রাজবাড়ি -২ আসনে এমপির সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিম আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে দিকনির্দেশনা প্রদানের ফলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ উজ্জীবিত হয়েছে।

সাওরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, বীর মুক্তীযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আবারও মনোনয়ন পেলে রাজবাড়ি -২ আসন(পাংশা-কালুখালী-বালিয়াকান্দি)কে আধুনিক করে গড়ে তুলবে।

মৃগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মিলন হোসেন বলেন, রাজবাড়ি -২ আসনে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের বিকল্প নেই, রাজবাড়ি -২ আসনের (পাংশা -কালুখালী-বালিয়াকান্দির ) নিবেদিত প্রাণ তিনি।

এ ব্যাপারে বীর মুক্তীযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম জনতার মেইল কে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ি -২ আসন, (পাংশা- কালুখালী- বালিয়াকান্দি) আবারও দলের মনোনয়ন পেলে নৌকার বিজয় নিশ্চিত করবো।

আওয়ামী লীগের মনোনয়নের আলোচনা এখন রাজবাড়ী -২ এর সর্বত্র শোনা যাচ্ছে।পাংশা- কালুখালী- বালিয়াকান্দি বিভিন্ন এলাকার অলিগলিতে পোস্টার, ব্যানার দিয়ে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন জিল্লুল হাকিমের কর্মী ও সমর্থকরা। জানা যায়, ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন বিএনপির নাসিরুল হক সাবু।আর ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনবার এ আসনে বিজয়ী হন আওয়ামী লীগের জিল্লুল হাকিম।

Comments

comments