আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-১৮’র রেজিস্ট্রেশন অনুষ্ঠিত।।চলবে ৩০সেপ্টম্বর পর্যন্ত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ ,১৯ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ণ ,২০ সেপ্টেম্বর, ২০১৮
রাজবাড়ীর পাংশায় ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-১৮’র রেজিস্ট্রেশন অনুষ্ঠিত।।চলবে ৩০সেপ্টম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক।। “তোমার জয়ে বাংলার জয়” এই শ্লোগানকে সামনে রেখে তরুণ নেতৃত্বের খোঁজে- উপজেলা এ্যাক্টভিশন, প্রচার-প্রচারনা ও জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-১৮ রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করেছে ইয়াং বাংলা টিম।

তোমার জয় বাংলার গল্প শুনতে- ১৯শে সেপ্টেম্বর-১৮ বুধবার সকাল ১০.টা থেকে বিকাল ৫.টা পর্যন্ত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা সরকারী কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন সংগঠনের নাম রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রম উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হতে দেখা গেছে।

এ রেজিষ্ট্রেশন অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন মাগুড়া ও রাজবাড়ী জেলার টিম লিডার অনুপ কুমার মন্ডল, সহকারী টিম লিডার মাহিদুল ইসলাম নকীব।ইয়াং বাংলার ভলেনটিয়ার হিসেবে ছিলেন আসাদ, সুমন, মিজান, গালিব, সৈকত, বাবু, রিমু, বাসেদ, পিয়াস, শরিফ। এ সময় আরো ছিলেন পাংশা সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার সাংবাদিকগণ।

২০১৫ এবং ২০১৭ সালের ধারাবাহিকতায় ২০১৮-এর অক্টোবরে তৃতীয়বারের মতো দেয়া হবে এই অ্যাওয়ার্ড। অনলাইনে রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০/৯/২০১৮ ইং তারিখ পর্যন্ত।

দেশের সম্ভাবনাময় তরুণ সংগঠকদের সামাজিক উন্নয়নমূলক কাজের স্বীকৃতি প্রদান এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগীতা করতে ২০১৫ এবং ২০১৭ সালের ধারাবাহিকতায় ইয়াং বাংলা এবারও আয়োজন করছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮।

চুড়ান্ত ভাবে বরাবরের মতোই বিজয়ীদের হাতে পুরষ্কার/অ্যাওয়ার্ড তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

তোমার বয়স যদি হয় ১৬-৩৪ এবং তোমার সংগঠন যদি সমাজে ইতিবাচক ভূমিকা রাখে তবে তুমিও আবেদন করতে পারো।

জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আবেদন/রেজিস্ট্রেশন করার লিংক – www.YoungBangla.org

এছাড়াও এই অ্যাওয়ার্ড সংক্রান্ত তথ্যের জন্য ভিজিট করুন- http://youngbangla.org

F/ Youngbanglasummit

রাজবাড়ী জেলার জন্য বিস্তারিত জানতে কল অথবা ইনবক্সে সংগঠনের নাম, ঠিকানা ও মোবাইল নং পাঠিয়ে দিন। অনুপ কুমার মন্ডল (D.T.L) 01926314972.       Hotline 09612009922.

যে কয়টি ক্যাটাগরিতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড –দেওয়া হবেঃ-

Comments

comments