আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন গোয়ালন্দ পৌর মেয়র নিজাম


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ ,৫ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১১:৩১ পূর্বাহ্ণ ,৫ সেপ্টেম্বর, ২০১৮
দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন গোয়ালন্দ পৌর মেয়র নিজাম

গোয়ালন্দ সংবাদদাতা।। গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজামের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তদন্ত শেষে সত্যতা না পাওয়ায় অব্যাহতি প্রদান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (অনুসন্ধান ও তদন্ত) উপ পরিচালক শেখ ফাইয়াজ আলম স্বাক্ষরিত ০৪.০১.৮২০০.০১.১২৫.১৬ নং স্মারকের এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।জানা যায়, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে অনিয়ম, সরকারি অর্থে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের একাধিক লিখিত অভিযোগ করা হয় দুর্নীতি দমন কমিশনে। এ বিষয়ে ‘গোয়ালন্দ পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শীরনামে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল একাধিকবার সরেজমিন তদন্ত করে এ সকল অভিযোগর কোনরূপ সত্যতা পাননি। দুর্নীতি দমন কমিশন থেকে প্রেরিত পত্রে বলা হয়, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ অনুসন্ধান শেষে প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিসমাপ্ত করা হয়েছে।এ প্রসঙ্গে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে ১৮ বছরের বেশী সময় দায়িত্ব পালন করছি। দায়িত্বপালনকালে কখনো নিজে দুর্নীতি করিনি এবং কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেইনি। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে দুদকে এ সকল মিথ্যা অভিযোগ করা হয়েছিল। তদন্তে যা সবই মিথ্যে প্রমানিত হয়েছে।

Comments

comments