আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বন্দুক যুদ্ধে ১জন নিহত,অস্ত্র-গুলি উদ্ধার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ ,২৭ আগস্ট, ২০১৮ | আপডেট: ২:৫৮ পূর্বাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০১৮
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বন্দুক যুদ্ধে ১জন নিহত,অস্ত্র-গুলি উদ্ধার

বারিয়াকান্দি উপজেলা সংবাদদাতা।।রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ভাদু সেখ নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে অস্ত্র ও গুলি।

নিহত ভাদু রাজবাড়ী সদর উপজেলার গবিন্দপুর গ্রামের ইসহাক সেকের ছেলে ও সে আন্তজেলা ডাকাত দলের নেতা।

বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, ২৬শে আগষ্ট-১৮ রবিবার দবিাগত গভীর রাতে একদল ডাকাত বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অংলকারপুর গ্রামে বৈঠক করছিলেন।এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি অভিযানিক দল রাত আড়াই টার দিকে সেখানে অভিযান চালায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবৃদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পরে জানা যায় তার নাম ভাদু সেখ এবং সে একজন ডাকাত সদস্য। পরে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়।

তিনি আরো জানান, ভাদু শেখের বিরুদ্ধে খুন-হত্যা-ডাকাতি সহ ৭টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ১টি রামদা উদ্ধার করা হয়। আজ ২৭/৮/১৮ তারিখ সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Comments

comments