আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার এইচএস‌সিতে অংশ নেবে ১৩,১১৪৫৭ জন পরীক্ষার্থী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ ,৩০ মার্চ, ২০১৮ | আপডেট: ২:৪৫ অপরাহ্ণ ,৩০ মার্চ, ২০১৮
এবার এইচএস‌সিতে অংশ নেবে ১৩,১১৪৫৭ জন পরীক্ষার্থী

নিউজ ডেস্ক ।। আগামী ২ এপ্রিল-১৮ শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী । এবার শিক্ষা প্রতিষ্ঠান ৮ হাজার ৯৪৩টি এবং মোট কেন্দ্র ২ হাজার ৫৪১টি । বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।
এ সময় শিক্ষা সচিবসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এ উপলক্ষে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে । পরীক্ষা চলবে ১৩ই মে পর্যন্ত । এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে প্রশ্নপত্রের খাম খোলা হবে । ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে ।
গত বছর ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহন করেছিল । গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন ।

Comments

comments