আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৩টি হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছে স্বার্থণ্বেষী মহল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ ,২৫ আগস্ট, ২০১৮ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ণ ,২৬ আগস্ট, ২০১৮
রাজবাড়ীতে ৩টি হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছে স্বার্থণ্বেষী মহল

নিজস্ব প্রতিনিধি।। শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী.এমপি বলেন- সাম্প্রতিককালে মূলঘর, আলীপুর ও বানীবহ ইউনিয়নে পৃথক যে ৩টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। কোন গুজবে আপনারা কান দেবেন না। এসব গুজব রটনাকারীদের চিহ্নিত করতে পারলে পুলিশে সোপর্দ করবেন। ওই হত্যাকান্ডগুলোর ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। তারা জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হবে। এক শ্রেণীর মানুষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এই আশা কোনদিনই পূরণ হবে না। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে আমরা কয়েক বছরের মধ্যেই উন্নত দেশে পরিণত হতে পারবো ইনশাল্লাহ। মনোনয়ন যেই পাক সেটা বড় কথা নয়, আগামীতে আপনারা আবরো নৌনায় ভোট দিবেন।
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৫শে আগস্ট-১৮ শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।

উক্ত সভায়, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম মোস্তফা বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম.পিপিএম ও বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া। আরো বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ শফিকুল হোসেন।

এ সময়, সদর থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হক মন্ডল দারোগ আলী, বানীবহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা।

Comments

comments