আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের দেবগ্রামে সারে ৭টন ভিজিএফ এর চাল বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ ,২১ আগস্ট, ২০১৮ | আপডেট: ১২:৫০ পূর্বাহ্ণ ,২২ আগস্ট, ২০১৮
গোয়ালন্দের দেবগ্রামে সারে ৭টন ভিজিএফ এর চাল বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি।।আসন্ন পবিত্র ঈদু-উল-আযহা উপলক্ষে ৩৭০জন হত দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

২১শে আগষ্ট-১৮ সোমবার বেলা সারে ১১.টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বাজার প্রাঙ্গনে ৩৭০জন হত দরিদ্রদের মাঝে ৭ হাজার ৪০০ কেজি (৭.৪মেঃ টন) চাউল বিতরন করা হয়।প্রত্যেককে ২০কেজি করে প্রদান করা হয়েছে।ঈদের আগের দিন এই চাউল পাওয়ায় হত দরিদ্রদের চোখে-মুখে আনন্দ ফুটে উঠতে দেখা গেছে।এই চাল বিতরনের আগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনাসভায় রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল ওরফে নুরু মন্ডল, গোয়ালন্দ উপজেলা এ্যাসিল্যান্ড আব্দুল্লালহ আল সাদী, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ আতর আলী সর্দার প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, গোয়ালন্দের সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা আসাদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, দেবগ্রম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান খলিল মাতবর, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা সোহরাব আলী, দেবগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি এস.এম বাবলু, যুবলীগ নেতা ফিরোজ আহম্মেদ ও ইউপি সদস্যবৃন্দসহ প্রায় ৬/৭শতাধিক দরিদ্র মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এখন বর্ষাকাল হওয়ায় এই এলাকার মানুষের তেমন কোন কাজরকর্ম নাই, যার কারেন এই চাল বিতরন করা হচ্ছে। এ চাল আমাদের জননেত্রী শেখ হাসিনার চাল, অসহায় দুস্থ মানুষের জন্য পাঠিয়েছে, সেই চাউল আমি, ডিসি সাহেব, চেয়ারম্যান আমরা সবাইমিলে বিতরন করছি।আর এই এলাকায় নদী ভাঙ্গন চলছে সেটা আমি শুনেছি, তবে তা প্রতিরোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।এবং এই এলাকার রাস্তা-ঘাটের যে সমস্যা রয়েছে তাহাও সমাধান করবো।জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে ও হচ্ছে, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা আগামীতে নৌকা মার্কায় ভোট দিবেন।

Comments

comments