আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বঙ্গবন্ধু’র ও কাজী হেদায়েত হোসেনের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ ,২০ আগস্ট, ২০১৮ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ণ ,২০ আগস্ট, ২০১৮
গোয়ালন্দে বঙ্গবন্ধু’র ও কাজী হেদায়েত হোসেনের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা।। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গণ-পরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেন এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তরুন সমাজ সেবক ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন হৃদয়ের উদ্যোগে ১৯শে আগষ্ট-১৮ রবিবার বিকালে মরহুম জলিল চেয়ারম্যান স্মৃতি ক্রীড়া সংঘ ও পাঠাগারের আয়োজনে গোয়লন্দ বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের আহ্ববায়ক নুরুল ইসলাম শিকদার, যুগ্ম-আহ্ববায়ক এম এ হীরা, পৌর আওয়ামী লীগ নেতা আল মাহমুদ মিশা, গোয়ালন্দ ঘাট থানার এসআই আঃ মতিন, মোতালেব, তমাল, সাগর, ব্যাবসায়ী সুলতান, রুবেল, সাংবাদিক সোহাগ, মামুন, রাজ্জাক প্রমুখ।

এ সময় আবির হোসেন হৃদয় বলেন, অনতিবিলম্বে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্য করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কাজী হেদায়েত হোসেনের স্মরন সভায় ও দোয়া মাহফিলে গোয়ালন্দে বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেতা-কর্মী ও ছাত্রলীগের কর্মি ছাড়াও সাধারন মানুষ উপস্থিত হয়। গণমানুষের এ উপস্থিতি আবারও আমাদের স্মরণ করিয়ে দেয় রাজবাড়ীর প্রাণ পুরুণ ছিলেন কাজী হেদায়েত হোসেন।

আলোচনা শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা মোনাজাত পরিচালনা করেন মাওলানা আঃ আজিজ।

Comments

comments