আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজী হেদায়েত হোসেনের ৪৩তম শাহাদৎ বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ ,১৮ আগস্ট, ২০১৮ | আপডেট: ২:২৩ পূর্বাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৮
কাজী হেদায়েত হোসেনের ৪৩তম শাহাদৎ বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গণ-পরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেন এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে ১৮ই আগষ্ট-১৮ শনিবার বিকেলে তাদের দলিয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম কাজী হেদায়েত হোসেনের জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা ৩৮আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা ছিদ্দিকা মিলি, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মরহুম কাজী হেদায়েত হোসেনের মেঝ পূত্র জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও জেলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, জেলা ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম রেজা, পাংশা উপজেলা চেয়ারম্যান ওদুদ মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুফিয়া খাঁন রেখা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, জেলা যুবমহিলা লীগের সভাপতি ও মরহুম কাজী হেদায়েত হোসেনের ছেলের বৌ মীর মাহফুজা খানম মলি, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল শিকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিস, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ আবু বক্কর খাঁন, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন শফিক।
বক্তারা সকলেই, রাজবাড়ীর গন-মানুষের প্রতিনিধিত্বকারী মরহুম কাজী হেদায়েত হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পরম করুণাময় আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কমনা করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালোরাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ঘাতকেরা চেয়েছিল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের হত্যা করতে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে হত্যার ৩দিন পর অর্থাৎ- ৭৫ এর ভয়াল ১৮ই আগষ্ট মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গণ-পরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনকে স্বাধীনতা বিরোধী ঘাতকরা নির্মমভাবে হত্যা করে।

Comments

comments